১৮ ঘণ্টা পর উদ্ধার হলো শীতলক্ষ্যার লঞ্চ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৫, ২০২১, ০৭:১৪ পিএম

১৮ ঘণ্টা পর উদ্ধার হলো শীতলক্ষ্যার লঞ্চ

বাংলাদেশের নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া ‘সাবিত আল হাসান’ নামের লঞ্চটি ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমে সরাসরি প্রচারিত ভিডিওতে দেখা যায়, মাঝ নদী থেকে লঞ্চটি টেনে পারের দিকে নিয়ে আসা হয়। সেসময় আশেপাশে ভিড় করে স্থানীয়রা। উদ্ধারকর্মীদের পাশাপাশি লঞ্চটি তোলার পর সেখান থেকে মরদেহ উদ্ধারের কাজে হাত লাগান স্থানীয়রাও।

নতুন করে কতটি মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ক্রেন দিয়ে উল্টো করে ঝোলানো লঞ্চটিতে মানুষের দেহ আটকে আছে।

রবিবার গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চলে। ছবি: সংগৃহীত।

বিআইডাব্লিউটিএ এর চেয়ারম্যান গোলাম মো. সাদেক বলেন, ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং কোস্টগার্ডের ডুবুরীরা মৃতদেহগুলো উদ্ধারের পর সেগুলো জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। সেখান থেকে মরদেহ শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

"উদ্ধার কাজ শেষ করার আগে আরো তল্লাসি চালিয়ে দেখা হবে আর কোন মরদেহ আছে কিনা।"

তিনি আরও বলেন, "এ ধরণের দুর্ঘটনার ক্ষেত্রে দেখা যায় যে, অনেক সময় কয়েক দিন পর মরদেহ ভেসে উঠে। সেক্ষেত্রে মরদেহ ভেসে থাকতে দেখা গেলে তা প্রশাসনকে জানাতে স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে।"

এর আগে এ পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের কথা জানায় স্থানীয় প্রশাসন। তখন আরো ২৯ জন নিখোঁজ থাকার কথা জানানো হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম বেপারী জানান, ভোররাত পর্যন্ত চেষ্টা করেও লঞ্চটিকে অর্ধেকের বেশি তোলা যায়নি। কর্মকর্তারা বলছেন, 'টেকনিক্যাল' সমস্যার কারণে লঞ্চটিকে কিছুদূর ওঠানোর পর আবার ডুবে যাচ্ছিল। সকাল থেকে লঞ্চটি আবার টেনে তোলার কাজ শুরু হয়।

মি. বেপারী বলেন, লঞ্চটি ডুবে যাওয়ার পর একটি মরদেহ হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর বাকি চারটি মরদেহ উদ্ধারের পর সেগুলো ঘটনাস্থল থেকেই স্বজনদের কাছে দিয়ে দেয়া হয়।

এর আগে রবিবার বিকেলে শীতলক্ষ্যা নদীতে কয়লাঘাট এলাকায় একটি নির্মাণাধীন সেতুর কাছে লঞ্চটি ডুবে যায়।

 

 

Link copied!