যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ, উত্তর ও মহানগরের সম্মেলন ঘিরে ‘রাজনৈতিক’ উৎসবের আমেজ দেখা দিয়েছে নেতা-কর্মীদের মাঝে। নেতাকর্মীদের পোস্টারে ভরে গেছে নগরীর হোটেল র্যাডিশন, সাকের্ট হাউজ, আলমাস সিনেমা, লালখান বাজারসহ নগরীর বিভিন্ন স্থান। ২৮ মে শনিবার পটিয়াতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন, ২৯ মে হাটহাজারীতে উত্তর জেলা যুবলীগের সম্মেলন এবং ৩০ মে নগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলন ঘিরে সম্মেলন স্থলের আশপাশে নানান ধরণের পোষ্টার, ফেস্টুন লাগানো হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার পর এই সম্মেলনে নেতাকর্মীদের উজ্জীবিত করবে বলে বিশ্বাস দলের শীর্ষ নেতাদের। সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, সম্মেলন মানেই একটা মিলনমেলা। এই মিলনমেলায় নেতা-কর্মীদের উপস্থিতির সাথে উৎসাহ-উদ্দীপনাও চলবে। চট্টগ্রামের তিন সাংগঠনিক কমিটির সম্মেলন করতে ইতিমধ্যে নানা প্রস্তুতি শেষ হয়েছে। তিনি বলেন, নতুন নেতৃত্ব নির্বাচনে যুবলীগে কোন ধরণের অনুপ্রবেশকারী স্থান পাবে না।