করোনা ভাইরাসের বিস্তার রোধে ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলায় লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। সোমবার (২১ জুন) মন্ত্রী পরিষদ বিভাগের জরুরি বৈঠক শেষে উপসচিব মো. রেজাউল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
লকডাউনের বিধি-নিষেধে বলা হয়েছে, শুধুমাত্র পণ্যবাহী ট্রাক ছাড়া চলবে না আর কোন যানবাহন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রশাসন চাইলে অন্য জেলাতেও লকডাউন প্রদান করতে পারে।
প্রজ্ঞাপন অনুসারে, এ সময়ের মধ্যে শুধু আইনশৃঙ্খলা এবং জরুরি পরিসেবা, যেমন কৃষি উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিড১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম (নদী ও অন্যান্য), টেলিযোগাযোগ ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি এই নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।
এখন পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ৫৪৮। কিন্তু গতকাল দেশে সর্বোচ্চ ৮২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৪১ জন। ডেল্টা ভেরিয়েন্টের ভাইরাসের প্রভাবে সংক্রমণ দ্রুত হচ্ছে এবং মৃত্যু ও সংক্রমণের হার বাড়ছে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া রোধে লকডাউনের এই ঘোষণা দেয়া হয়েছ বলে জানান মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।