আসছে ৩১ মে থেকে হজের ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী। বুধবার দুপুরে সচিবালয়ে হজ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, “এবার ৭৫টি ফ্লাইটে ৩১ হাজার হজযাত্রী পরিবহন করা হবে। প্রত্যেক যাত্রীর বিমান ভাড়া ধরা হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা করে।”
সাধারণত প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৫ লাখের বেশি লোক হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। তবে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি প্রতিকূলে থাকায় গত দুই বছর সৌদ আরব ছাড়া অন্য দেশের লোকজন হজ পালন করতে পারেনি। চলতি বছর বিদেশিদের জন্য হজের দরজা খুলে দেওয়া হলেও সংখ্যা কমিয়ে এনেছে সৌদি আরব। গত ১০ এপ্রিল সৌদি প্রশাসন ঘোষণা করেছিল যে তারা হজ মৌসুমে দেশি ও বিদেশি মিলিয়ে মোট ১০ লাখ লোককে হজ করার সুযোগ দেবে।
সম্প্রতি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় প্রতিটি দেশের জন্য হজ কোটা প্রকাশ করে। সেখানে চতুর্থ অবস্থানে আছে বাংলাদেশের নাম। তবে যাদের বয়স ৬৫ বছরের নিচে শুধু তারাই এবার হজ পালন করতে পারবে বলে বলা হয়েছে।