৬ ছাত্রের চুল কেটে দেওয়া শিক্ষকের বিরুদ্ধে মামলা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৯, ২০২১, ১২:১৩ পিএম

৬ ছাত্রের চুল কেটে দেওয়া শিক্ষকের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি মাদ্রাসার ছয় ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় ওই মাদ্রাসার শিক্ষক মঞ্জুরুল কবিরের (৪০) বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী এক শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। এতে শিক্ষক মঞ্জুরুল কবিরকে আসামি করা হয়।

এর আগেই ওই দিন রাত নয়টার দিকে উই শিক্ষককে আটক করে পুলিশ। তিনি হামছাদী কাজির দিঘিরপাড় আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও বামনী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্বে আছেন।

শুক্রবার মাদ্রাসার দশম শ্রেণির ছয় ছাত্রের চুল কেটে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর ছাত্রদের পাঠদান বন্ধ করে বারান্দায় ডেকে এনে চুল কেটে দেন ওই শিক্ষক।

ভুক্তভোগী কয়েক শিক্ষার্থীর ভাষ্যমতে, গত বুধবার তাদের ইংরেজি ক্লাস চলাকালে হঠাৎ জ্যেষ্ঠ শিক্ষক মঞ্জুরুল কবির কাঁচি দিয়ে তাদের ছয়জনের মাথার চুল কেটে দেন। সহপাঠীদের সামনে লজ্জিত হয়ে তারা ক্লাস থেকে বেরিয়ে যান।

গ্রেপ্তারের আগে অভিযোগের বিষয়ে শিক্ষক মঞ্জুরুল কবির বলেছিলেন, দশম শ্রেণির ওই ছাত্ররা ক্লাসের শৃঙ্খলাভঙ্গ করে আসছে। এ জন্য তাদের অল্প করে কিছু চুল কেটে দেওয়া হয়েছে। বাকি চুল তারা সেলুনে কেটেছে। তবে এ নিয়ে তাদের মধ্যে কোনো অসন্তোষ নেই।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল গণমাধ্যমকে বলেন, কোনো শিক্ষক ছাত্রদের চুল কাটতে পারেন না। এ ঘটনায় একজন ছাত্রের অভিভাবক থানায় মামলা করেছেন। ওই মামলায় মাদ্রাসার শিক্ষক মঞ্জুরুল কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনা নিয়ে তদন্ত চলছে। প্রয়োজন হলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ১৪ ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনা সারা দেশে আলোচিত হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই রায়পুরেও একই ধরনের ঘটনা ঘটল।

 

Link copied!