৬ দফা দাবিতে পিএসসি ভবনের সামনে ৪০তম নন ক্যাডার চাকরিপ্রার্থীদের অবস্থান

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩০, ২০২২, ০১:০৭ পিএম

৬ দফা দাবিতে পিএসসি ভবনের সামনে ৪০তম নন ক্যাডার চাকরিপ্রার্থীদের অবস্থান

৬ দফা দাবিতে আগারগাঁওয়ে পিএসসি ভবনের সামনে অবস্থান করেছে ৪০তম বিসিএস নন ক্যাডার সুপারিশ প্রত্যাশী ও চাকরিপ্রার্থীরা। বক্তারা বলেন, বিসিএস পরীক্ষায় ক্যাডারদের পদ বরাদ্দের পর মেধা ও যোগ্যতার ভিত্তিতে নন ক্যাডারে চাকরির জন্য সুপারিশ করা হতো। কিন্তু সরকারি কর্ম কমিশনের নতুন নিয়মের ফলে শত শত চাকরিপ্রত্যাশীর ভবিষ্যত অনিশ্চয়তার মুখে পড়েছে।

রবিবার সকালে পিএসসি ভবনের সবগুলো গেট বন্ধ করে অবস্থান নেয় শত শত চাকরিপ্রত্যাশীরা।

পিএসসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে নতুন বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যাও উল্লেখ থাকবে। তবে চলমান ৪০তম, ৪১তম, ৪৩তম ও ৪৪তম বিসিএসের ক্ষেত্রে কোনো বিসিএসের সময় শূন্য পদের চাহিদা এসেছে, তা পর্যালোচনা করে মেধার ভিত্তিতে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হবে।

গত ২৩ আগস্ট পিএসসি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়, বিসিএসে নন-ক্যাডার পদে নিয়োগের আগে যত শূন্য পদই আসুক, তা একটি বিসিএসে নিয়োগ দিয়ে শেষ করা যাবে না।

Link copied!