৮ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক, স্বস্তিতে যাত্রীরা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২১, ০৯:৪২ এএম

৮ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক, স্বস্তিতে যাত্রীরা

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। আজ বুধবার (৮ ডিসেম্বর) সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি মিলেছে যাত্রীদের।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল  বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. জামাল হোসেন জানিয়েছেন, দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার মাঝরাত থেকে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার কেটে গেলে পুনরায় ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার শুরু হয়েছে।

Link copied!