আগস্ট ১৬, ২০২২, ০৮:২৯ এএম
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পৃথিবীর কোনো সরকার কখনোই নির্ভুলভাবে দেশ পরিচালনা করতে পারেনি। আমাদের অবশ্যই ভুল ত্রুটি আছে। কিন্তু সেটিকে বড় করে দেখিয়ে, আজকের যুগের প্রেক্ষাপটে বিশ্ব পরিস্থিতিকে আড়াল করে শুধু দেশের পরিস্থিতি তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করতে কিছু মিডিয়া হাউস এক হয়েছে। কিন্তু কিছু বিশেষজ্ঞের কথা এবং পত্রিকার রিপোর্ট যদি দেখেন তাহলে মনে হবে, এই বুঝি সব গেল।’
সোমবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমি বলবো না আমরা একেবারে নির্ভুলভাবে দেশ পরিচালনা করছি। পৃথিবীর কোনো সরকার কখনোই নির্ভুলভাবে দেশ পরিচালনা করতে পারেনি। এখনো কেউ পারে না, ভবিষ্যতেও পারবে না। আমাদের অবশ্যই ভুল ত্রুটি আছে। কিন্তু সেটিকে বড় করে দেখিয়ে, আজকের যুগের প্রেক্ষাপটে বিশ্ব পরিস্থিতিকে আড়াল করে শুধু দেশের পরিস্থিতি তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করতে কিছু মিডিয়া হাউস এক হয়েছে।’
বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক অবস্থা এখনো অনেক দেশের তুলনায় ভালো দাবি করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ভুল ত্রুটি আমরা সংশোধন করার চেষ্টা করছি। কদিন আগে একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান বলেছে যে, বর্তমান অবস্থা চলতে থাকলে সাউথ আফ্রিকা, ব্রাজিল, মেক্সিকো, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ অর্থনৈতিকভাবে আর স্বয়ংসম্পূর্ণ থাকতে পারবে না এবং দেউলিয়া হয়ে যাবে। সেখানে বাংলাদেশের নাম নেই।’
তিনি আরও বলেন, ‘কিন্তু কিছু বিশেষজ্ঞের কথা এবং পত্রিকার রিপোর্ট যদি দেখেন তাহলে মনে হবে, এই বুঝি সব গেল! এগুলো কিন্তু বিভ্রান্তি এবং গুজব ছড়ানোর শামিল। এসবের বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরতে হবে, যাতে সঠিক চিত্রটি মানুষের সামনে তুলে ধরা যায়।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন—প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ প্রমুখ।