অক্টোবর ১৭, ২০২১, ১২:৩৮ পিএম
কুমিল্লার একটি মন্দিরের পূজামণ্ডপে কোরআন শরিফ রাখার জেরে দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা উদ্দেশ্য প্রণোদিত এবং পরিকল্পনামাফিক দেশকে অস্থিতিশীল করার জন্যই করা হয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খুব তাড়াতাড়ি আসামিদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে পারবো।
রবিবার (১৭ অক্টোবর) রাজধানীর সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলোচনাকালো তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশের মানুষ ধর্মভীরু তবে থর্মান্ধ নয় মন্তব্য করে সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে যার যার ধর্ম পালন করছে। কুমিল্লার ঘটনায় কাদের লাভ, কারা লাভবান হবে। আমরা অনেক কিছু দেখছি, তথ্য পাচ্ছি। প্রমাণ পেলেই আমরা আপনাদের সামনে তুলে ধরবো।’
কুমিল্লার ঘটনা প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কোনো ধর্মের মানুষই এই কাজটি করতে পারে ন। উদ্দেশ্যমূলক কারো ইন্ধনে এই কাজটি করা হয়েছে। আমরা জোরালোভাবে তদন্ত চালিয়ে যাচ্ছি। অশাকরি তাদের খুব তাড়াতাড়ি চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারবো। তাদের এমন শাস্তি দেওয়া হবে যাতে তারা এ ধরণের কাজ করার দুঃসাহস দেখাতে না পারে।’
কুমিল্লার ঘটনার জেরে সৃষ্ট দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের পেছনে দেশের বাইরে থেকে কেউ কলকাঠি নাড়ছে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুমিল্লার ঘটনার পরে চাঁদপুরের হাজিগঞ্জে, নোয়াখালী, কক্সবাজার ও ফেনীতে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাণহাণী ঘটেছে হাজিগঞ্জে ও কক্সবাজারে। আপনারাতো ফেসবুকে অনেক কিছু দেখেন। আমরা দেখি। বিভিন্ন তথ্য পাই। সঠিক তদন্তের মাধ্যমে আমরা মূল হোতাদের খুব তাড়াতাড়ি চিহ্নিত করতে পারবো।’