‘ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকযুদ্ধে’ নিহত ২

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২১, ০৬:৪২ পিএম

‘ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকযুদ্ধে’ নিহত ২

‘ডাকাতির প্রস্তুতিকালে’ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়। সোমবার (৬ ডিসেম্বর) ভোরে চকরিয়া উপজেলার পূর্ব বড়-ভেওলা এলাকায় এ ঘটনা ঘটে।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-পরিচালক (গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

আবু সালাম বলেন, “ভোরে চকরিয়া উপজেলার পূর্ব বড়-ভেওলা এলাকায় সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।”

পরে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে তল্লাশি করে পাওয়া যায় ৩টি দেশীয় তৈরি বন্দুক, ১০টি গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম।

তিনি আরও বলেন, “গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।”

র‍্যাব জানিয়েছে, নিহত দুজন চিহ্নিত ডাকাত। ডাকাতিসহ নানা অপরাধ সংঘটনের অভিযোগে তাদের বিরুদ্ধে চকরিয়া থানায় একাধিক মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Link copied!