সম্প্রতি যুব মহিলা লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি পদ থেকে বহিষ্কৃত হয়েছেন সাবিনা আক্তার তুহিন। গত মঙ্গলবার যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নাজমা আক্তার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কারের পর প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে নিজের ভেডরিফায়েড পেইজে বৃগস্পতিবার সকালের দিকে এক আবেগঘন পোস্ট দেন সাবিনা।
সেই পোস্টে সাবিনা লিখেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে রাজপথে মিছিল করেছি। শৈশব-কৈশোর আমার রাজপথে কেঁটেছে। আপনি মিথ্যা অপবাদ দিয়ে নিজের যা মন চায় করবেন তা আমি কি মেনে নিবো?? আমি তুহিন ভেসে আসি নাই তার জবাব দিবো। আপনি পারলে আমার রাজনীতি বন্ধ করবেন।”
আইনশৃঙঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক পাপিয়া প্রসঙ্গে তিনি লিখেন, “পাপিয়া কে আইন-শৃঙ্খলা বাহিনীর পুনরায় এনে অধিক জিজ্ঞাসাবাদ করা জরুরি তবে সব বের হয়ে যাবে। ওয়েসটিনসহ যেসব জায়গায় সে অপকর্ম করেছে সে সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করা হোক দেখি কে কে জড়িত। আগে নিজের ব্যর্থতা বলেন তারপর অন্যেরটা বলবেন। আমি কখন শরীরে হাত তুলেছি সে জবাব দিতে প্রস্তুত থাকেন আমি এতো সহজে হাল ছাড়বো না। পরিশেষে বলতে চাই যুব মহিলা লীগে আছি, থাকব।”