‘রন হকের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি’

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২১, ০২:৪৭ পিএম

‘রন হকের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি’

সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘তাঁদের জন্য তো আর অন্য আইন প্রয়োগ হবে না। যেটা নিয়ম, সেটাই প্রয়োগ হবে।’

শুক্রবার রন হক সিকদারের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, ‘তাদের নামে হুলিয়া ছিল। পুলিশ আমার কাছে জানতে চেয়েছিল। আমি তাদের বলেছি, তাদের নামে তো গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাই পুলিশকে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছি।’

এর আগে সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি হত্যাচেষ্টার মামলায় রন হক সিকদারকে গ্রেপ্তার করা হয়। ডিবির গুলশান বিভাগের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

ডিবি থেকে জানানো হয়, এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার অপর আসামি রন হক সিকদারের ভাই দিপু হক সিকদার দেশে ফেরেননি।

গত বছরের ১৯ মে দুই ভাইয়ের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ। এরপর থেকেই তারা পলাতক ছিলেন। পরে ২৫ মে করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের মধ্যেই ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্সে দেশ ছাড়েন দুই ভাই রন হক সিকদার ও দিপু হক সিকদার। 

গত ১০ ফেব্রুয়ারি সিকদার গ্রুপের চেয়ারম্যান ও তাদের বাবা জয়নুল হক সিকদার মারা গেলে শুক্রবার সকালে ঢাকায় নামেন রন হক সিকদার। তখনই তাকে গ্রেপ্তার করা হয়।

Link copied!