‘সাংসদ হারুন কেন যেন পরীমনির বিষয়ে বেশি আগ্রহী’

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২১, ০৭:৫২ পিএম

‘সাংসদ হারুন কেন যেন পরীমনির বিষয়ে বেশি আগ্রহী’

সরকারি দলের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিএনপির সাংসদ হারুনুর রশীদকে উদ্দেশ করে বলেছেন, ‘তিনি (হারুন) কী কারণে যেন পরীমনির বিষয়ে বড় বেশি আগ্রহী। আমি জানি না, তার বাসায় কী অবস্থা। এর আগেও তিনি পরীমনির বিষয়ে সংসদে কথা বলেছিলেন। গতকালও সুযোগ পেয়ে পরীমনির বিষয় সংসদে উপস্থাপন করেছেন।’

শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই কথা বলেন আবু সাঈদ।

এর আগে শুক্রবার জাতীয় সংসদে এক বক্তব্যে সাংসদ হারুন  চিত্রনায়িকা পরীমনি, বোট ক্লাব ও কলেজছাত্রী মোসারাত জাহানের আত্মহত্যা প্ররোচনা মামলার কথা উল্লেখ করেন। তিনি এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলেন।

সাংসদ হারুনের গতকালের বক্তব্যের প্রেক্ষিতে আজ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ওই সব বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান আবু সাঈদ আল মাহমুদ।

এসময় তিনি বলেন, ‘হারুনুর রশীদ অপ্রাসঙ্গিকভাবে পত্রিকার উদ্ধৃতি দিয়ে বেশ কিছু আপত্তিকর বক্তব্য দিয়েছেন। সেখানে সত্যের প্রচুর অপলাপ রয়েছে।’

আবু সাঈদ আল মাহমুদ আরও বলেন, ‘স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মদ, জুয়া, হাউজি, রেসকোর্স আইন করে বন্ধ করেছিলেন। কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করে জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রাহিম বলে বাংলাদেশে মদ, জুয়া, হাউজি সবকিছু জায়েজ করে দিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশে মদ, জুয়া, হাউজি বন্ধ করা খুব দুরূহ হয়ে দাঁড়িয়েছে।’

Link copied!