তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে আজ রবিবার সকাল থেকে। শনিবার সন্ধ্যা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১১টি যানবাহনে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।
আগুনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে রাজধানী ঢাকায়। ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, ঢাকা সিটিতে ৫টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, জয়পুরহাট) ৩টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, কুমিল্লা) ২টি এবং ময়মনসিংহ বিভাগে (জামালপুর) ১টি আগুনের ঘটনা ঘটে।
জাতীয় সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে আজ শুরু হয়েছে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল। আজ সকাল ছয়টা থেকে আগামী মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত এই হরতাল চলবে। বিএনপির সমমনা একাধিক দল-জোটের পাশাপাশি জামায়াতে ইসলামীও এই সময়ে হরতাল দিয়েছে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, হরতালের আগে-পরে ১৫ ঘণ্টায় ৬টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক, ১টি সিএনজিচালিত অটোরিকশা, ১টি পিকআপ, ১টি ট্রেনের তিনটি বগি পোড়ায় উচ্ছৃঙ্খল জনতা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে।