রাজধানীতে কোটা আন্দোলনে ১২ পুলিশ আহত: ডিএমপি

ইউএনবি

জুলাই ১৭, ২০২৪, ১১:৫২ এএম

রাজধানীতে কোটা আন্দোলনে ১২ পুলিশ আহত: ডিএমপি

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনের সময় একজন পরিদর্শকসহ ১২ জন পুলিশ সদস্য আহতের দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৭ জুলাই) বিষয়টি জানিয়েছেন ডিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) জাহাঙ্গীর কবির।

তিনি জানান, আহতদের কেউ কেউ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

আহত পুলিশ সদস্যদের পরিচয়- বনানী থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, মহাখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ মিরাজ উদ্দিন, রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন ও সাইফুল ইসলাম, পিওএম সাউথ ডিভিশনের কনস্টেবল তানভীর, মাহমুদুল ইসলাম, মাহিন ইসলাম নাসিম, পিওএম নর্থ ডিভিশনের কনস্টেবল মুক্তার ও মুরাদ, মহাখালী পুলিশ ফাঁড়ির কনস্টেবল হাসান আলী ও রাশেদ এবং গুলশান ট্রাফিক বিভাগের কনস্টেবল আবদুল লতিফ।

ডিএমপির সহকারী কমিশনার বলেন, ‍“কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সম্মেলন কেন্দ্র (টিএসসি), দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, শাহবাগ, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, মহাখালী, মিরপুর, বাড্ডা, রামপুরা, বনানীসহ বেশ কয়েকটি এলাকা অবরোধ করে।”

জাহাঙ্গীর কবির জানান, পুলিশ ছাড়াও অন্তত ২৫ সাংবাদিক আন্দোলনকারীদের হামলার শিকার হয়েছেন।

Link copied!