রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগ থেকে ১৮ দিন বয়সী এক নবজাতক চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে ঘুমন্ত মায়ের কোল থেকে চুরি হয় বাচ্চাটি। এ ঘটনায় মামলা হয়েছে।
জানা গেছে, হাসপাতালের গাইনি ওয়ার্ড-২-এর ৫৩৬ নম্বর রুমের ৫৬ নম্বর শয্যা থেকে কে বা কারা নবজাতককে চুরি করে নিয়ে যায়।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চুরি যাওয়া নবজাতকের খালা বৃষ্টি আক্তার বলেন, ‘১৮ দিন আগে আমার বোনের সিজারের মাধ্যমে ছেলেসন্তান জন্ম হয়। আমরা তার নাম রাখছিলাম রিফাত। আমার দুলাভাইয়ের নাম কাওসার। তিনি পেশায় রিকশাচালক। তারা পরিবার নিয়ে সবুজবাগ থানার উত্তরাপাড়া ছাপড়া মসজিদ এলাকায় থাকেন।’
তিনি আরও বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে আমার বোনের জন্য ভালো চিকিৎসা পাচ্ছিলাম না। আমার বোনের কাটা স্থান শুকায়নি। খালি ড্রেসিং করছিল। আজ (গতকাল) ভোরে আমার বোনের সঙ্গে আমার মা ছিলেন। ভোরে আমার মা বাথরুমে যান। যাওয়ার আগে বাচ্চাকে দুধ খেতে দেখে যান। এসে দেখেন কোলে বাচ্চা নেই।’
আব্দুল মজিদ জানান, হাসপাতালে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং নার্স, আয়া ও চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নবজাতক চুরির ঘটনা নিয়ে তদন্ত চলছে।