ময়মনসিংহে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা দুজন যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নগরীর পচা পুকুরপাড় এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ।
দেশের শীর্ষস্থানীয় একটি টেলিভিশনকে দেবাশীষ জানান, ঢাকা থেকে জামালপুর যাচ্ছিল ব্রহ্মপুত্র এক্সপ্রেস। ট্রেনটি নগরীর পচা পুকুরপাড় এলাকা পার করার সময় সেখানে রেলক্রসিং পার হচ্ছিল একটি মিশুক। সেখানেই ট্রেনের ধাক্কায় দুজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
এদিকে আনোয়ার হোসেন বলেন, ‘নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাশের সুরতহাল প্রতিবেদন শেষে হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল।