রাজধানীতে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

জাতীয় ডেস্ক

জুলাই ১৩, ২০২৪, ০৬:৪৪ পিএম

রাজধানীতে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীর আজিজ মার্কেটের পাশে একটি ফার্নিচারের কারখানায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলাউদ্দিন (১৭) ও রাসেল দাস (২৭) নামের দুই কর্মচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুলাই) দুপুরে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।  

এর আগে, শুক্রবার (১২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাতে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলাউদ্দিন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মেখেরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ও রাসেল দাস চট্টগ্রামের পটিয়া থানার কেলিশহর দারোগারহাট গ্রামের রতন দাসের ছেলে। বর্তমানে দুজনেই পল্লবী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এ বিষয়ে পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, “শুক্রবার দুপুরের দিকে ফার্নিচারের কারখানায় বৃষ্টিতে পানি জমে গেলে কাঠের মালপত্র সরানোর কাজ করছিলেন ওই দুই কর্মচারী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে দুজনেই অচেতন হয়ে পড়েন। পরে আশেপাশের লোকজনরা তাদেরকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

এসআই আরও বলেন, “মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।” 

Link copied!