গুদাম থেকে কোটি টাকার চাল উধাও, আটক খাদ্য পরিদর্শক

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২১, ২০২৪, ০৩:৪৭ পিএম

গুদাম থেকে  কোটি টাকার চাল উধাও, আটক খাদ্য পরিদর্শক

রসুলপুর খাদ্যগুদাম। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ার রসুলপুর খাদ্য গুদাম থেকে ২৫০ টন চাল সরানোর অভিযোগে উপজেলা খাদ্য পরিদর্শক সৈয়দ সফিউল আজমকে আটক করেছে স্থানীয় পুলিশ। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ। সরিয়ে ফেলা ২৫০ টন চালের বর্তমান বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ টাকারও বেশি। 

গজারিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আনোয়ার পারভেজ এই বিষয়ে জানান, বিগত ১৯ মার্চ রসুলপুর খাদ্য গুদাম পরিদর্শনে যাওয়ার পর ৪ নং ভবনে মজুতকৃত চালের পরিমান দেখে সন্দেহ জাগে। এই ভবনে ৪৩১ টন চাল মজুত থাকার কথা থাকলেও বাস্তবে সে পরিমান ছিলো না। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করেছি। এই ঘটনায় একজন খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এছাড়া অন্যান্য কেউ জড়িত আছে কি না সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার জানান, সদ্য যোগদান করা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লিখিত আকারে বিষয়টি আমাকে জানিয়েছেন। গুদামে মজুতকৃত চালের পরিমাণে বড় ধরনের গড়মিল পাওয়া গেছে। গুদামের দায়িত্বে থাকা খাদ্য পরিদর্শক সৈয়দ শফিউল আজমকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

গজারিয়া থানার ওসি মো. রাজিব খান বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমরা এক কর্মকর্তাকে হেফাজতে নিয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!