বাংলাদেশে এখন দুর্নীতিবাজদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। গেল কয়েকটি ঘটনায় লক্ষ্য করা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা দুর্নীতি দমন কমিশন (দুদক) সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা বিভিন্ন পোস্ট ও ছবির কারণে আলোচনায় এসে দুর্নীতির দায়ে ধরা পড়ছেন অঢেল টাকার মালিকরা।
‘ঋণ খেলাপি’ জাকারিয়ার ছেলে রাফসান দ্যা ছোটভাই
বেশ ঠাঁটবাট নিয়ে চলতেন রাফসান দ্য ছোটভাই খ্যাত ইউটিউবার ইফতেখার রাফসান। তার মা-বাবাকে সারপ্রাইজ দিতে ২ কোটির বেশি দামের অডি গাড়ি গিফট করেন তিনি। পরে সেই ভিডিও আপলোড করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। রাফসানের জীবনে কাল হয়ে দাঁড়ায় সেটাই। এই রাফসান দ্য ছোট ভাইয়ের বাবা মো. জাকারিয়া এবং তার মা কাজী নুরুন্নেছা সেহেলি ৩ কোটি ১৫ লাখ টাকার ঋণখেলাপি। সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে প্রথম এই তথ্য জানান সাইয়েদ আব্দুল্লাহ নামের এক ব্যক্তি।
ফেসবুক পোস্টে সাইয়েদ আব্দুল্লাহ লেখেন, জ্যাক অ্যান্ড স্পেন্সার একসোরিজ লিমিটেড কোম্পানির শতভাগ মালিক রাফসানের বাবা এবং মা। ২০১৬ সালে কোম্পানি ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়াম কর্পোরেট শাখা থেকে ২ দশমিক ৫ কোটি টাকা লোন নিয়েছিল। তবে এখন পর্যন্ত ব্যাংকের একটা টাকাও ঋণ পরিশোধ করেননি তারা। সেই লোন ইন্টারেস্টসহ বেড়ে হয়েছে সোয়া তিন কোটি। ট্রাস্ট ব্যাংক ওই কোম্পানি ও সেটার মালিক রাফসানের মা-বাবার বিরুদ্ধে মামলা করেছিল। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের কোর্টে আত্মসমর্পণ করার নোটিফিকেশন জারি করেছিল জাতীয় পত্রিকায়। এরপর তারা আত্মসমর্পণ করে কোর্ট থেকে জামিন নেন।
ফেসবুকের ওই পোস্টের কারণেই মূলত আলোচনায় চলে আসেন হালের জনপ্রিয় ইউটিউবার এবং তার পরবর্তী পরিণতি তো আপনাদের সবারই জানা।
ছাগলকাণ্ডের মতিউরের ছেলে ইফাত
এ বছর কোরবানির ঈদে রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনে আলোচনায় আসেন এক যুবক। ওই যুবকের নাম মুশফিকুর রহমান ওরফে ইফাত। সোশ্যাল মিডিয়া ১৫ লাখ টাকা ছাগল কিনে দম্ভোক্তি দেখায় ইফাত। এরপরই আলোচনার ঝড় ওঠে ওই যুবকের পরিচয় নিয়ে।
খোঁজ নিয়ে জানা যায়, ইফাতের বাবাই হল এনবিআরের সদস্য এবং কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইবুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান। মুহুর্তেই ছড়িয়ে পরে যুবকের সাথে তার বাবার ছবি, শুরু হয় তুমুল আলোচনা, একপর্যায়ে ছেলেকেই অস্বীকার করেন বাবা।
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় ছাগলসহ ইফাতের ছবি প্রকাশ হওয়ার পর কানাডা থেকে ফারহানা রহমান ইফসিতা নামে একজন নারী ফেসবুকে স্বীকারোক্তি দেন যে ছাগলসহ এক যুবকের প্রকাশিত ছবির যুবকটি তার ভাই। নাম তার ইফাত।
মতিউরের মেয়ে ফারহানা রহমান ইফসিতা কানাডায় থাকেন। সেখানে ইফসিতার বিলাসবহুল জীবনযাপন সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলে। সেই ছন্দেরও পতন হয় এই সোশাল মিডিয়ার বদৌলতে।
প্রশ্ন ফাঁসে অভিযুক্ত আবেদ আলীর ছেলে সিয়াম
বিগত ১২ বছরে বিসিএস পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিপিএসসির ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
এর মধ্যে আছেন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম।
রোববার রাত থেকে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বাবা-ছেলেকে নিয়ে রীতিমতো ঝড় ওঠে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরছেন নেটিজেনরা। ছেলে ছাত্রলীগ নেতা, পড়েছেন বিদেশে, এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ঢাকার ভেতর তার দুইটি বহুতল ভবন, মাদারীপুরে আলিশান বাড়ি রয়েছে এমন তথ্যও সামনে আসছে।
আপনারাও আমাদেরকে জানাতে পারেন, আপনাদের পরিচিত এমন দুর্নীতিবাজদের তথ্য, যা প্রচার করবে দ্য রিপোর্ট ডট লাইভ।