চুয়াডাঙ্গায় জোড়া খুনের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২, ২০২৪, ০৯:৩৪ এএম

চুয়াডাঙ্গায় জোড়া খুনের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের পুরাতন বাজার এলাকার নজির মিয়া (৭০) তাঁর স্ত্রী ফরিদা খাতুনকে(৬০) হত্যার দায়ে তিন জনকে মৃত্যুদণ্ড এবং তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। এছাড়া একজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা  দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো.মাসুদ আলী জোড়া এ  খুনের ঘটনার ১৮ মাসের মাথায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আসামীদের উপস্থিতিতে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মো. বজলুর রহমানের ছেলে মো.সাহাবুলহক (২৬),  একই গ্রামের পিন্টু রহমানের ছেলে রাজিব হোসেন (২৭) ও মাসুদ আলীর ছেলে বিদ্যুৎ আলী (২৫)। দুই বছরের সাজাপ্রাপ্ত হলেন আসাননগর গ্রামের তাহাজউদ্দিনের ছেলে শাকিলহোসেন (২৫)।

২০২২ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে এই জোড়াখুনের ঘটনা ঘটে। নিহত দম্পতির একমাত্র সন্তান ডালিয়া পারভীন শিলা বাদী হয়ে পরদিন অজ্ঞাত পরিচয় আসামীদের নামে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।

আলমডাঙ্গা থানা পুলিশ ২৮ সেপ্টেম্বর চার জনকে গ্রেপ্তার করেন। তদন্ত শেষে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) একরামুল হক ২০২৩ সালের ৩১ জানুয়ারি আদালতে চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত এই মামলার ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামীদের বিরুদ্ধে এই দণ্ডাদেশ দেন। আদালতের এপিপি গিয়াসউদ্দিন রায়ে সন্তোষ প্রকাশক করেছেন। তবে, আসামী পক্ষের এ্যাডভকেট মকলেছুর রহমান এ রায়ে অসন্তোষ প্রকাশ করেন এবং এ রায়ের বিরুদ্ধে আগামী ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

Link copied!