যৌথ বাহিনীর অভিযান চলার কারণে পার্বত্য জেলা বান্দরবানের তিন উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
তিনি বলেন, পার্বত্য জেলা বান্দরবান বিশেষ করে রুমা, থানচি ও রোয়াংছড়িতে যৌথবাহিনীর অভিযান চলছে।
৮ মে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচনের আগে অনুষ্ঠেয় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি বলেন, ‘এই তিন উপজেলার নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
ব্যাংক ডাকাতি ও অপহরণসহ অপরাধমূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বান্দরবানে এই যৌথ অভিযান চলছে।