মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে এক শিশুও রয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নের বকুলতলা-সোলারচর সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা আলী হোসেনের সমর্থক জয় গ্রাম থেকে বিতাড়িত ছিলেন। দীর্ঘদিন পর বুধবার সন্ধ্যার দিকে গ্রামে এলে জয় মাস্তানকে লক্ষ্য করে গুলি ছোড়ে আওয়ামী লীগ নেতা সুরুজ হোসেনের লোকজন। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এরই মধ্যে জেলা শহর থেকে মিশুকে করে জুয়েল তার ভাতিজি শিশু তাবাসুমকে নিয়ে সোলারচর গ্রামে ফিরছিলেন। তারা সংঘর্ষের মাঝখানে পড়লে গুলিবিদ্ধ হন।
স্থানীয় আধারা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন গণমাধ্যমকে বলেন, আমার সমর্থক জয় মাস্তান গ্রামে ফিরলে প্রতিপক্ষের লোকজন তাকে গুলি করে ও কোপায়। পরে প্রতিপক্ষের লোকজনের ছোড়া গুলিতে মিশুক যাত্রী ও চালক গুলিবিদ্ধ হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সুরুজ হোসেনের সাথে তার মোবাইল ফোনে সাংবাদিকরা কল করলে তা বন্ধ পাওয়া গেছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ডা. এস এম ফেরদৌস জানান, চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সাত মাসের এক শিশু ছিল।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকে ঘটনা সাথে জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশই অভিযান চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।