প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে ৫ শিক্ষার্থী আহত

জাতীয় ডেস্ক

জুলাই ৭, ২০২৪, ০৪:০২ পিএম

প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে ৫ শিক্ষার্থী আহত

ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে ছাদের ভীম ধসে ৫ শিক্ষার্থী আহত হয়েছে।

রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ৩ নম্বর পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্কুলের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, “পঞ্চম শ্রেণির ইংরেজি ক্লাস চলাকালীন সময় ছাদের ভীম ধসে পড়ে বিকট শব্দ হয়। এ সময় ছাদের বালু-সুরকি মাথায় ও চোখে পড়ে জুনায়েদ ও তামিমসহ কমপক্ষে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। তবে তারা প্রাথমিক চিকিৎসার পর সুস্থ রয়েছে। কিন্তু ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।”

প্রধান শিক্ষক আরও বলেন, “২০০৪ সালে অফিসরুমসহ দুই কক্ষের এই ভবনটি নির্মাণ করা হয়। একটিতে পঞ্চম শ্রেণির ক্লাস এবং অপরটিতে অফিস রুম।  অন্য একটি টিনসেড রুমে চলে স্কুলের অন্যান্য ক্লাস। কিন্তু দীর্ঘ দিন ধরেই ঝুঁকিপূর্ণ এ ভবনটি আমাদের ব্যবহার করতে হচ্ছে। ভীম ফাটা ও ছাদের ফাটলসহ চরম ঝুঁকির কথা উল্লেখ করে এক বছর আগেই আমি কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছি। কর্তৃপক্ষ একবার পরিদর্শনও করেছে। কিন্তু এখন পর্যন্ত কোনও প্রতিকার পাইনি।”

এ বিষয়ে রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন বলেন, “উপজেলা প্রকৌশলীও এর আগে স্কুলটি ভিজিট করে গেছেন। কিন্তু ভবনটি এত ঝুঁকিপূর্ণ ছিল তা বাইরে থেকে দেখে বোঝা যায়নি। আমি ভবনটির দুটি কক্ষই তালাবদ্ধের নির্দেশ দিয়েছি। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করতে প্রধান শিক্ষককে লিখিত আবেদন করার জন্যও বলেছি।”

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমদ্দার বলেন, “স্কুলটির এমন অবস্থা সম্পর্কে এর আগে আমাকে কেউ অবহিত করেনি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে খোঁজ নিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে স্কুলটির জন্য জরুরি বরাদ্দ চাওয়া হবে।”

Link copied!