নাশকতা এড়াতে ও ঝুঁকিপূর্ণ বিবেচনায় রাতে চলাচলকারী ৫টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে বলছে, হরতাল-অবরোধে নাশকতা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ৩ হাজার আনসার সদস্য মোতায়েন করা হবে আজ শুক্রবার থেকে।
বন্ধ ঘোষণা করা ট্রেনগুলো হলো, উত্তরা এক্সপ্রেস। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এক জোড়া কমিউটার ট্রেন এবং জামালপুর-তারাকান্দা রুটের ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ-ভূয়াপুর রুটে দুটি লোকাল ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। আর ঢাকা-তারাকান্দার মধ্যে চলাচলকারী আন্তঃনগর যমুনার রুট সংক্ষিপ্ত করা হয়েছে।