৬ সমন্বয়ককে শীঘ্রই ছাড়া হবে: ডিবিপ্রধান হারুন

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৯, ২০২৪, ০৮:৫৭ পিএম

৬ সমন্বয়ককে শীঘ্রই ছাড়া হবে: ডিবিপ্রধান হারুন

ব্রিফিংয়ে ডিবিপ্রধান হারুন। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ডিবি হেফাজতে থাকা ‘বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে’র সমন্বয়কদের শীঘ্রই তাদের পরিবারের জিম্মায় দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশীদ।

সোমবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন তিনি। এ সময় ডিবি হেফাজতে থাকা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ প্ল্যাটফর্মের ৬ সমন্বয়ক ভালো আছেন বলেও জানান তিনি।

এর আগে এক ফেসবুকে হারুন অর রশীদ লেখেন, “কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই তাদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম। কি কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে? তাদের কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ডিবি টিম বদ্ধপরিকর।”

জোর করে বিবৃতি নেওয়ার প্রতিক্রিয়া

ডিবিপ্রধান
ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ব্রিফিংয়ে জোর করে বিবৃতি নেওয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন ডিবিপ্রধান হারুন অর রশীদ। তিনি বলেন, “জোর করে সমন্বয়কদের দিয়ে বিবৃতি দেওয়ানোর গুজবটি যারা ছড়িয়েছেন তাদের প্রতি অনুরোধ, গুজব ছড়াবেন না। ডিবি একটি আস্থার জায়গা।”

তিনি আরও বলেন, “ডিবি অফিসে কাউকে আটকে রাখা হয় না, জোর করে বিবৃতি নেওয়া হয় না। তারা বরং অনুভব করেছেন, সরকার তো (তাদের) সব দাবি মেনেই নিয়েছে। তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে। যে কারণে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন।”

Link copied!