ওমানফেরত উড়োজাহাজ থেকে সাড়ে ৭ কেজি সোনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১২:৪৭ পিএম

ওমানফেরত উড়োজাহাজ থেকে সাড়ে ৭ কেজি সোনা উদ্ধার

সংগৃহীত ছবি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানফেরত একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৬৪টি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এর ওজন প্রায় সাড়ে ৭ কেজি। আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা।

শুক্রবার রাত আটটার দিকে এই উড়োজাহাজ চট্টগ্রামে অবতরণ করে।

বিমাবন্দরে দায়িত্বরত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান গণমাধ্যমকে বলেন, ওমান এয়ারলাইনসের উড়োজাহাজে সোনার বড় চালান আসবে—এমন খবর ছিল। উড়োজাহাজের ২৫বি নম্বর আসনে এই সোনা থাকতে পারে। তবে নির্ধারিত আসনে না পেয়ে অন্য আসনে তল্লাশি শুরু হয়। শেষ পর্যন্ত উড়োজাহাজের ৩৫এফ আসনের পেছনে কালো স্কচটেপ মোড়ানো চারটি দণ্ডাকৃতির বস্তু পাওয়া যায়। এগুলো খুলে ৬৪টি সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধারের পর বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বীকৃত স্বর্ণকার দিয়ে এসব সোনার বার পরীক্ষা করা হয়। পরীক্ষায় এসব সোনা ২৪ ক্যারেটের বলে নিশ্চিত হন কর্মকর্তারা। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান তাঁরা।

Link copied!