ভারতে জেল খেটে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি যুবক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১, ২০২৩, ০৩:৩২ পিএম

ভারতে জেল খেটে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি যুবক

ভালো কাজের আশায় সীমান্তপথ দিয়ে ভারতে পাচার হওয়া আট বাংলাদেশি যুবক বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিট প্রক্রিয়ার মাধ্যমে যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফেরত আসা যুবকরা হলেন- পিরোজপুরের হেলাল (২২), জামালপুরের আজাদ মিয়া (২৩), রাজশাহীর মাহফুজ হাসান (২৪), পাবনার মনোয়ার হাসান (৩৯), নোয়াখালীর মুজাহীদুর রহমান (২৪), নেত্রকোনার আনোয়ার হাসান (২৭), পিরাজপুরর আমিনুল ইসলাম (৩৯) ও একই এলাকার ফয়জুল ইসলাম (৪৩)।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব জানান, ভাল কাজের আশায় দালালদের খপ্পরে পড়ে এরা ৪ বছর আগে ভারতে যায়। সেখানে তারা দিল্লিতে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে আটক হয়।

এরপর তারা ভারতের দিল্লি-কেন্দ্রীয় জেলে ৪ বছর আটক থাকে। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি চালাচালির পর তাদের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে দেশে ফেরত পাঠায়। ফেরত আসাদের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, ভারত ফেরত ৮ বাংলাদেশিকে থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Link copied!