এক বছর আগেই শেখ হাসিনা পতনের ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতীয় জ্যোতিষী

জাতীয় ডেস্ক

আগস্ট ৭, ২০২৪, ০৮:০৭ এএম

এক বছর আগেই  শেখ হাসিনা পতনের  ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতীয় জ্যোতিষী

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার জীবনে এমন দুঃসময় আসবে তা এক বছর আগেই বলেছিলেন ভারতের এক জ্যোতিষী। তার করা সেই পুরনো ভবিষ্যদ্বাণী এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জ্যেতিষী প্রশান্ত কিনি গত বছর বলেছিলেন, “২০২৪ সালের মে, জুন, জুলাই ও আগস্ট মাসে শেখ হাসিনাকে সতর্ক থাকতে হবে। এ সময় তার ওপর হত্যা চেষ্টা হতে পারে।”

নজিরবিহীন গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা পুরোনো পোস্ট আবার নতুন করে শেয়ার করেছেন প্রশান্ত কিনি।

পোস্টটি নতুন করে শেয়ার দিয়ে প্রশান্ত লিখেছেন, “শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে সমস্যায় পড়বেন, তা আমি আগেই বলেছিলাম।”

পোস্টটি শেয়ার করার পর মন্তব্যও করেছেন বহু মানুষ। অনেকেই প্রশান্তর কাছে নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছেন। অনেকেই লিখেছেন, “আপনার ভবিষ্যৎ দেখার ক্ষমতা ঈর্ষণীয়।”

Link copied!