নভেম্বর ২৬, ২০২৩, ০৭:২৮ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (২২৭, সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব মোহাম্মদ সাদিক।
রবিবার বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২৯৮ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সুনামগঞ্জ জেলার ৫টি আসনের ৩টিতেই নতুন প্রার্থীরা জায়গা পেয়েছেন। নতুনদের মধ্যে মোহাম্মদ সাদিক ছাড়া অন্যান্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন- সুনামগঞ্জ-১ আসনে রনজিৎ চন্দ্র সরকার এবং সুনামগঞ্জ-২ আসনে চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ।
পুরনোদের মধ্যে সুনামগঞ্জ-৫ আসনে আছেন চারবারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এবং সুনামগঞ্জ-৩ আসনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মনোনয়ন পেয়েছেন।
১৯৫৫ সালে সুনামগঞ্জ জেলার ধাড়ারগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ সাদিক। বাংলা ভাষা ও সাহিত্যে বিএ ও এমএ ডিগ্রির পাশাপাশি সিলেটের নাগরী লিপির ওপর গবেষণার জন্য ভারতের আসাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। ২০১৬ সালের ২ মে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন তিনি। এর আগে এ কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মোহাম্মদ সাদিক।
সরকারের শিক্ষাসচিব ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন পিএসসির এই সাবেক চেয়ারম্যান।
এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের মহাপরিচালক এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির পরিচালক ও ভারপ্রাপ্ত মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেন তিনি।
পাশাপাশি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নজরুল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাদিক।
চাকরিজীবনের বাইরে গিয়ে মোহাম্মদ সাদিক একজন কবি ও গবেষক হিসেবেও বেশ পরিচিতি পেয়েছেন। ২০১৭ সালে কবিতা ক্যাটাগরিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন তিনি।
এছাড়া জাতীয় কবিতা পরিষদ, এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ রাইটার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠনে প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন সদস্য হিসেবে সম্পৃক্ততা রয়েছে তাঁর।