আ. লীগের স্টেজে বাধা, বিএনপি কার্যালয়ে ব্যাপক পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৭, ২০২৩, ০৮:০৩ পিএম

আ. লীগের স্টেজে বাধা, বিএনপি কার্যালয়ে ব্যাপক পুলিশ মোতায়েন

আ. লীগের স্টেজ স্থাপন আপাতত স্থগিত। ছবি: দ্য রিপোর্ট

আগামী ২৮ অক্টোবরকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোন স্টেজ বা জনসমাগম করতে পারেনি বিএনপি ও আওয়ামী লীগ। সন্ধ্যায় স্টেজ নির্মাণের কাজ শুরু করলেও পুলিশ তাতে বাধা দেয়। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা কর্মীরা উপস্থিত হলে তাদের সরে যেতে বলা হয়। এদিকে মোতায়েন করা হয় পুলিশ।

পুলিশের অনুমতি ছাড়া কোনো ধরনের স্টেজ বা লোকসমাগম করা যাবে না। পুলিশ যখন অনুমতি দেবে তখনই কাজ শুরু করতে হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার খ. ম. মহিদ উদ্দিন। 

আগামীকাল ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি জানিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, আমরা আরও কিছু সময় নিচ্ছি। কয়েক ঘণ্টার মধ্যেই জানিয়ে দেওয়া হবে দলগুলো অনুমতি পাবে কি না।

মহিদ উদ্দিন বলেন, বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের অনুমতি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামী দুই ঘণ্টার মধ্যে তা জানিয়ে দেওয়া হবে।

শনিবারের সমাবেশকে কেন্দ্র করে ডিএমপিতে শুক্রবার একটি বৈঠক হয়েছে। বৈঠকে কী কী আলোচনা হয়েছে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ধরনের সমাবেশকে কেন্দ্র করে আমাদের যেসব দায়িত্ব থাকে সেসব নিয়ে আলোচনা হয়েছে।

সাংবাদিকরা জানতে চান পুলিশের অনুমতি ছাড়া আওয়ামী লীগ, বিএনপি কীভাবে স্টেজ করছে? এ সময় অতিরিক্ত কমিশনার বলেন, ‘আমরা আওয়ামী লীগকে বলেছি কোনো ধরনের স্টেজ করা যাবে না। বিএনপিকেও বলে বন্ধ করা হয়েছে। পাশাপাশি লোকসমাগম করতে নিষেধ করা হয়েছে।’

এদিকে সন্ধ্যা থেকে পুলিশের অনুমতি ছাড়া দল দুটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। স্টেজ তৈরি করতে থাকে আওয়ামী লীগও। তবে পুলিশ তাতে বাধা দেয়।

Link copied!