নরসিংদীর রেলওয়ে স্টেশনে ট্রেনে এক যাত্রীর কিল-ঘুষিতে আরেক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যাত্রীকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুন) নরসিংদী রেলস্টেশনের ঢাকা মেইল ট্রেনে এ ঘটনা ঘটে। কমলাপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস কামাল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যাত্রীর নাম ঝুমুর কুমার বাউল (৪২)। তিনি নরসিংদীর বীরপুর গ্রামের প্রত্যুত কুমার বাউলের ছেলে।
আর অভিযুক্ত যাত্রী চট্টগ্রামের সীতাকুণ্ডে বসবাসরত মৃত হাফেজ মিয়ার ছেলে মুনজুর মিয়া (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেইল ট্রেনটি বুধবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বৃহস্পতিবার ভোর ৬টা ২৫ মিনিটের দিকে ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে থামলে ঝুমুর কুমার বাউল নামের এক ব্যক্তি ট্রেনের পেছনের বগিতে ওঠেন। এ সময় ঝুমুর কুমার জানালার পাশে দাঁড়াতে চাইলে সিটে বসে থাকা মুনজুর মিয়া তাকে বাধা দেন। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ঝুমুর কুমারকে কিল-ঘুষি মারেন মুনজুর মিয়া। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে জ্ঞান হারান ঝুমুর কুমার। পরে যাত্রীরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে ঝুমুর কুমারের মৃত্যু হয়। ট্রেনটি ভোর ৬টা ৩৪ মিনিটে নরসিংদী রেলস্টেশন ছেড়ে আসলে ওই ট্রেনে চড়েই কমলাপুর রেলস্টেশনে পৌঁছান মুনজুর মিয়া। পরে ট্রেনের ভেতর থেকে সকাল সাড়ে ৮টায় মুনজুর মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শহিদুল্লা বলেন, “অভিযুক্ত ব্যক্তিকে কমলাপুর রেলওয়ে পুলিশ আটক করেছে। স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। ময়নাতদন্তসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান।”