নারায়ণগঞ্জ বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা এক আনসার সদস্য নিজের মাথায় গুলি করেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘বন্দরের ইউএনওর বাসায় ওই আনসার সদস্য ডিউটি করতেন। বিকেলের দিকে এসে নিজের শটগান দিয়ে তার নিজের মাথায় গুলি করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তবে কী কারণে এই ঘটনাটি ঘটিয়েছে সেটি জানা যায়নি।
সোমবার (২২ এপ্রিল) বিকেল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে সন্ধ্যা সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার বর্ণনা দিয়ে নিহত আনসার সদস্যের সহকর্মী মিরাজুল ইসলাম বলেন, ‘আফজাল হোসেনসহ আমরা বেশ কয়েকজন বন্দর থানার ইউএনওর বাসায় ডিউটি করি। আজ বিকেল চারটার দিকে তার ডিউটি শুরু হয়। এরপর চারটা ৪০-৪৫ মিনিটে হঠাৎ একটি গুলির শব্দ পাই। তখন আমরা দৌঁড়ে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় সে পড়ে আছে। পরে বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। আনার পর কর্তব্যরত চিকিৎসক জানান তিনি (ওই আনসার সদস্য) আর বেঁচে নেই।’