সংসদে শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিকে এক যুগে ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ শিক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩, ২০২৪, ০১:২১ পিএম

প্রাথমিকে এক যুগে ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ শিক্ষক নিয়োগ

গত এক যুগে প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে।

আজ (রবিবার) দ্বাদশ জাতীয় সংসদের ১ম অধিবেশনের প্রশ্ন-উত্তর পর্বে সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী এ তথ্য জানান। এসময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী জানান, গত এক যুগে প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৫ হাজার ২০৫ জন প্রধান শিক্ষক এবং ২ লাখ ৩৩ হাজার ৩৭৪ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক নিয়োগ পেয়েছেন। একই সময়ে বেসরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৪ হাজার ৮৭৫ জন শিক্ষকের চাকরি সরকারীকরণ করা হয়েছে।

Link copied!