‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ মোটিফ নির্মাণ সন্দেহে শিল্পীর বাড়িতে আগুন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৫, ০২:০৯ পিএম

‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ মোটিফ নির্মাণ সন্দেহে শিল্পীর বাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বাংলা ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বত্তরা। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় এই শিল্পীর বাড়িতে মঙ্গলবার রাতে আগুন দেয়া হয়।

শিল্পী মানবেন্দ্র ঘোষ এবারের বর্ষবরণের শোভাযাত্রায় বাঘের মোটিফ নির্মাণ করেছিলেন। খবর বিবিসি বাংলা।

তবে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হয় যে, তিনি ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ মোটিফ তৈরি করেছেন, যার সাথে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাবয়বের মিল রয়েছে বলে অনেকে অভিযোগ করছেন।

চারুকলার ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র শুরুতে থাকা ওই মোটিফ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পহেলা বৈশাখের আগেরদিন ভোররাতে প্রথম মোটিফটিতে সন্দেহভাজন একজন ব্যক্তি আগুন দিলে পুরোটা পুড়ে যায়। পরে আরেকটি মোটিফ তৈরি করা হয়, যা শোভাযাত্রার সামনের সাড়িতে ছিল।

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে।

তিনি লিখেছেন, “গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উস্কানি দিচ্ছিলো তাদের ভাষ্যে ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে’! এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।”

এরই মধ্যে এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানান, ইতোমধ্যেই পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত কাজ চলমান রয়েছে, কারো জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানবেন্দ্র ঘোষ পোড়া বাড়ির বেশ কিছু ছবি শেয়ার করে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, “সকলের কল্যাণ হোক”।

মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।

Link copied!