দলীয় মনোনয়নের চিঠি বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৭, ২০২৩, ০৯:০৪ এএম

দলীয় মনোনয়নের চিঠি বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ

দলের প্রয়োজনেই স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দেওয়া হয়েছে : ওবায়দুল কাদের। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়নের চিঠি বিতরণ কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ।

সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে ধানমণ্ডি ৩/এ দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে এই চিঠি বিতরণ শুরু করে দলটি। এ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

এ সময় ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসা বিএনপির সুযোগ নয়, অধিকার। বিএনপি নির্বাচনে না এলেও দলটির অনেক নেতাই নির্বাচনে অংশ নেবে। ৩০ নভেম্বরের মধ্যে সেটি আরও স্পষ্ট হবে। ইতিমধ্যেই প্রায় ৩০টির মতো দল নির্বাচনে অংশ নিচ্ছে।

দলের প্রয়োজনেই স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কৌশলগত কারণে দলের প্রয়োজনেই স্বতন্ত্র প্রার্থীর অনুমতি, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা থাকতে পারে। তবে এমন প্রার্থীদেরই দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে যারা বিজয়ী হতে পারবে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার চিঠির মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে দলীয় মনোনয়নের চিঠি বিলি শুরু করলো দলটি।

দুপুরে মনোনয়নের চিঠি নেন- সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলসহ প্রমুখ।

এর আগে রবিবার ৩০০ আসনের মধ্যে দলীয় ২৯৮ জন প্রার্থীর তালিকা ঘোষণা করে আওয়ামী লীগ।

Link copied!