আগস্ট ৫, ২০২৩, ০৭:১৪ পিএম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে অসাধ্য সাধন করতে পারে। রংপুরে যে সমাবেশ হয়েছে তা এর আগে বাংলাদেশে হয়নি। এত বড় সমাবেশ কোনো বিশৃংখলা হয়নি।
শনিবার (৫ আগস্ট) তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, নয়াপল্টনের রাস্তায় ২০ হাজার ৩০ হাজার মানুষ নিয়ে সমাবেশ করে তারা সরকারকে ফেলে দিবে ভেবেছিল, অথচ সরকারের একটু কাতুকুতু লেগেছে। শেষমেষ তারাই পালিয়ে গেছে।
তিনি বলেন, বিএনপির নতুন নাম নাশকতা পার্টি। কানাডার আদালত বিএনপিকে ‘সন্ত্রাসী দল’ বলে আখ্যায়িত করেছে, বিএনপি দলীয় কাউকে কানাডায় আশ্রয় দেয়া যাবে না।
হাছান মাহমুদ বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিএনপির পক্ষে সাফাই গাইছে। কারণ তারেকের বেয়াইন এর অর্গানাইজেশন তাই তাদের বক্তব্য কোন দিকে যাবে সেটা জানা কথা।
তিনি বলেন, বিএনপির কাজ গুজব ছড়ানো, আমাদের এটি প্রতিহত করতে হবে। এ কাজ তরুণ প্রজন্মের।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।