নভেম্বর ১৯, ২০২৩, ১২:১২ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহের ভিড় লেগেছে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। দেশের নানা প্রান্ত থেকে সদলবলে নেতাকর্মীরা আসছেন মনোনয়নপত্র নিতে।
রবিবার (১৯ নভেম্বর) মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনে ১ হাজার ২১২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এ থেকে দলটির আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা।
এর আগে সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম।
সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা বিভাগে ২৭০টি, চট্টগ্রাম বিভাগে ২৩১টি, ময়মনসিংহ বিভাগে ১২টি, সিলেট বিভাগে ৬৩টি, খুলনা বিভাগে ১৬৫টি, বরিশাল বিভাগে ৯০টি, রাজশাহী বিভাগে ১৪০টি ও রংপুর বিভাগে ১০৮টি ফরম বিক্রি হয়েছে।
দুই দিনে আওয়ামী লীগের ২ দুই হাজার ২৮৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর থেকে আয় হয়েছে ১১ কোটি ৩৮ লাখ টাকা।
এর আগে গতকাল শনিবার (১৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজ এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়ন ফরম কেনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
দ্বিতীয় দিনের ১ হাজার ২১২টি মনোনয়নপত্রের মধ্যে দলীয় কার্যালয় থেকে ১ হাজার ১৮০টি এবং অনলাইনে ৩২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিদের সাথে আসা সমর্থকদের নৌকা-নৌকা স্লোগানে মুখরিত ২৩ বঙ্গবন্ধু এভিনিউ চত্বর। নেতাকর্মীদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, সামনে আসছে শুভ দিন, নৌকা মার্কায় ভোট দিন সহ প্রার্থীর পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। কার্যালয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।