‘আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে’ বললেন জামালপুরের ডিসি

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১২, ২০২৩, ১১:১২ পিএম

‘আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে’  বললেন জামালপুরের ডিসি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নবনির্মিত পৌর ভবন উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনাসভায় জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ বলেন, যে সরকার এ উন্নয়ন করেছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সেই সরকারকে পুনরায় নির্বাচিত করে আবার ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার।

জেলা প্রশাসককে বলতে শোনা যায় , আমাদের অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা, আমাদের স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যে সরকার এই উন্নয়ন করেছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে পুনরায় নির্বাচিত করে, আবার ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি, আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞতা করবেন না।

জানা গেছে, জামালপুরের মাদারগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা কবিরের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, পুলিশ সুপার মো. কামরুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মো. ইমরান আহমেদ গত ২৩ জুলাই জামালপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের তথ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের এপিএস, পাট মন্ত্রণালয়ের উপসচিব ও সচিবের পিএসের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব পালন করেছেন। ইমরান আহমেদের বাড়ি খুলনার দাকোপ উপজেলায়।

এর আগে গত ১৫ আগস্ট এক আলোচনা সভায় আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী করতে আহ্বান জানিয়েছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর। তাঁর দেওয়া বক্তব্যের ২ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ২৪ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে ২৫ আগস্ট ওসিকে জামালপুর পুলিশ লাইনসে বদলি করা হয়।

Link copied!