‘বঙ্গবন্ধুর ছিলেন শেখ মণি, শেখ হাসিনার আছে যুবলীগ’

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৪, ২০২৩, ০১:২৬ পিএম

‘বঙ্গবন্ধুর ছিলেন শেখ মণি, শেখ হাসিনার আছে যুবলীগ’

শেখ মণি আমাদের কাছে বিশ্বস্ততারও প্রতীক। -শেখ পরশ। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, শেখ মণি যেভাবে উপলব্ধি করতেন যে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও ন্যায়বিচারসম্পন্ন জাতিরাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে বঙ্গবন্ধুর নেতৃত্বের কোনো বিকল্প নাই, ঠিক একইভাবে শেখ মণির উত্তরসূরী হিসেবে আমরা আজকের যুবলীগ মনে করি, একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, উন্নয়নশীল ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার কোনো বিকল্প নাই।

সোমবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৫তম জন্মদিন উপলক্ষে সংগঠনটির উদ্যোগে সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলে হকসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত এবং দুপুর ১২টার দিকে ২৩, বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, শহীদ শেখ ফজলুল হক মণি বাংলাদেশের বিপ্লবে-সংগ্রামে এক অকুতোভয় নেতা ছিলেন। বঙ্গবন্ধুর একটা প্রধান শক্তির নাম ছিল শেখ ফজলুল হক মণি। শেখ মণি বেঁচে থাকলে বঙ্গবন্ধুকে হত্যা করা অসম্ভব হয়ে যেত; এটা ওই ’৭৫-এর খুনিরা ভালভাবেই জানতো। তাই তারা শেখ মণিকেই প্রথমে হত্যার পরিকল্পনা করেন। শেখ মণি আমাদের কাছে বিশ্বস্ততারও প্রতীক।

তিনি আরও বলেন, শেখ ফজলুল হক মণির অনুসারী এবং সংগঠনের কর্মী হিসেবে আমরাও গর্বের সঙ্গে বুক চাপিয়ে বলতে পারি, যুবলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্য সর্বোচ্চ আত্মহুতি দিতে গর্ববোধ করবে।

শেখ পরশ বলেন, মাত্র ৩৫ বছরের বর্ণাঢ্য জীবনে বাংলার ইতিহাসের সংগ্রাম ও সাফল্যের অসংখ্য অকাট্য দলিল রচনা করে গেছেন স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগঠক, যুব রাজনীতির মহাপ্রাণ, দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিক, লেখক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি। একটা প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, মর্যাদাশীল, সমৃদ্ধ বাংলাদেশ শেখ মণি দেখতে চেয়ছিলেন। যে বাংলাদেশ শিক্ষা-দীক্ষা ও জ্ঞান চর্চায় সারা বিশ্বে কার্যকরী ভূমিকা রাখবে। যেখানে সুশাসন কায়েম থাকবে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন,  শহীদ শেখ ফজলুল হক মণি একদিকে যেমন সাহসী যোদ্ধা ছিলেন, অন্যদিকে তেমনি সাহসী লেখকও ছিলেন। তিনি শুধু যুবলীগের প্রতিষ্ঠাতা নয়, তিনি এদেশের রাজনীতির গতিধারা পরিবর্তনের অন্যতম পুরোধা নেতৃত্ব।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম বলেন, দেশে অপরাজনীতির মূলহোতা বিএনপি-জামায়াত। বাংলাদেশের গণতন্ত্রের ভক্ষক বিএনপি-জামায়াত। তারা দেশকে ধ্বংস করার জন্য অবৈধভাবে হরতাল-অবরোধ দিচ্ছে। তাদের হরতাল-অবরোধ আর তাদের অপকর্মের কারণে মানুষ এখন হরতালকে ঘৃণা করতে শিখেছে।  বাংলাদেশের যুবসমাজ বিএনপি-জামায়াতের দুর্নীতির রাজনীতি, নাশকতার রাজনীতি কায়েম করতে দিবে না। এটাই হোক শেখ মণির জন্মদিনের যুবলীগের শপথ।

সঞ্চালকের বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন,  বিএনপি-জামায়াতের অবৈধ হরতাল-অবরোধ দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখান করেছে। বিএনপি এখন আরও রাজপথে নেই। অন্ধকার থেকে কর্মসূচি দিচ্ছে আর তা বাস্তবায়ন করছে স্বাধীনতাবিরোধী, ’৭৫-এর খুনিচক্র, ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলাকারীরা। বিএনপি-জামায়াতের দেশব্যাপী সকল ষড়যন্ত্রের সকল জবাব আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে দিবে এদেশের জনগণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

Link copied!