সংসার সামাল দেওয়ার পাশাপাশি বঙ্গমাতা সামলেছেন রাজনীতি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৮, ২০২৩, ১২:১৩ পিএম

সংসার সামাল দেওয়ার পাশাপাশি বঙ্গমাতা সামলেছেন রাজনীতি: প্রধানমন্ত্রী

ছবি: বিটিভির ফেসবুক পেইজ

‘আব্বা কারাগারে থাকলে দলের কাজ করা, মিথ্যা মামলা হলে উকিলের কাছে দৌড়ানো সব করেছেন আম্মা। গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে কারাগারে গিয়ে আব্বার সাথে দেখা করে আসতেন। রাজনৈতিক নির্দেশনা নিয়ে এসে আওয়ামী লীগ নেতা কর্মীদের জানিয়ে দিতেন।’ এভাবেই বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৮ আগস্ট) ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই কথা বলেন তিনি। 

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আম্মাকে ঠাট্টা করে আমরা বলতাম, তুমি তো জীবন্ত টেপ রেকর্ডার। তিনি ঠিক যা শোনেন তাই আব্বাকে বলতেন, আবার আব্বার নির্দেশনা সঠিকভাবে পৌঁছে দিতেন।’

ছয় দফাকে আট দফা করতে নেতাদের বঙ্গমাতা প্রতিহত করেছিলেন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘তৎকালীন পাকিস্তানি নেতারা এসে আম্মাকে বলে যেন তিনি আব্বাকে বলেন যেন ১৯৬৬ সালের ৬ দফাকে ৮ দফায় উন্নীত করা হয়। আম্মা শক্ত হাতে তাদের থামিয়ে দেন।’

তিনি আরও বলেন, ‘৬ দফা দেওয়ার পর আব্বা যখন গ্রেফতার হন, এরপর যে হরতাল হয়েছে সেটা আম্মাই সফল করেছেন। আব্বার অবর্তমানে আম্মা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতেন।’

Link copied!