সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির আহ্বান করেছেন কোটাবিরোধী শিক্ষার্থীরা।
এই কর্মসূচির অংশ হিসেবে এই পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা-আরিচা মহাসড়ক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক, বশেমুরপ্রবি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, মাভাবিপ্রবি ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা কলেজ সাইন্সল্যাব মোড় অবরোধ করে রেখেছে।
দেশের আরও অন্য সব বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময়ে তাদের নিজেদের কর্মসূচি প্রণয়ন করেছে।
আন্দোলনকারীদের মতে, নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে অবরোধের সঙ্গে সঙ্গে আজ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে। ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে সব বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।
১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধা-ভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে;
২. ‘১৮’র পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সব গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে নিয়ে আসতে হবে ন্যূনতম পর্যায়ে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী শুধু অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে;
৩. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা অনুযায়ী শূন্য পদগুলোতে নিয়োগ দিতে হবে;
৪. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।