অনির্দিষ্টকালের ‌জন্য ‘বাংলা ব্লকেড’ আজ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৮, ২০২৪, ০৯:৫৬ এএম

অনির্দিষ্টকালের ‌জন্য ‘বাংলা ব্লকেড’ আজ

রোববার কোটাবিরোধী ‘বাংলা ব্লকেড’ শুরু হয়। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের চার দফা দাবি সংকুচিত হয়ে রূপান্তর হয়েছে এক দফায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের‍‍’ নেতারা। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে এই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলামের কাছ থেকে এই ঘোষণা আসে। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি পালন করবেন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা।

রোববার সন্ধ্যায় ঢাকাসহ অন্যান্য শহরের প্রধান মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এদিন রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, বাংলা মোটর, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা রাজধানীর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কেও বিক্ষোভ করেন। সপ্তাহের প্রথম কার্যদিবসে বিভিন্ন মোড়ে শিক্ষার্থীদের অবরোধের কারণে যানজট মাত্রা ছাড়িয়ে যায়। অফিস ছুটির পর ঘরমুখো নগরবাসীকে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকতে দেখা যায়। বাধ্য হয়ে অনেকেই হেঁটেই গন্তব্যে রওনা দেন।

Link copied!