আমেরিকা একটি ফুঁ দিলেই বাংলাদেশ উড়ে যাবে না: কাজী জাফরউল্লাহ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৩, ০২:৪৬ পিএম

আমেরিকা একটি ফুঁ দিলেই বাংলাদেশ উড়ে যাবে না: কাজী জাফরউল্লাহ

দ্বাদশ সংসদ নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রের তৎপরতা নিয়ে নানা মহলের সমালোচনার মধ্যে এ নিয়ে কথা বললেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ। তিনি বলেন, প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া দেখলেই মনে হয় যেন আমেরিকা একটি ফুঁ দিলেই বাংলাদেশ উড়ে যাবে। এত সহজ না, বাংলাদেশ এত সহজ না। আমাদের ১৭ কোটি মানুষ। আবার আমরা ন্যাশনালিষ্ট। আমেরিকার সব সিদ্ধান্ত ভুল হয়।

এবারের বাংলাদেশের সংসদ নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রকে এবার যত তৎপর দেখা গেছে, আগে কখনো তা চোখে পড়েনি। এরই মধ্যে বাংলাদেশিদের জন্য নতুন মার্কিন ভিসানীতি ঘোষণার পর, তীব্র প্রতিক্রিয়া দেখায় আওয়ামী লীগ, বিএনপিসহ সব পক্ষই।

সরকারি দলের নেতারা মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বোঝে যে ভালোভাবেই সরকার চালাচ্ছে আওয়ামী লীগ। আর এ অঞ্চলে বাইরের দেশের প্রভাব বিস্তারের যে লড়াই তা তাদের স্বর্থেই, বাংলাদেশের জন্য নয়।

এদিকে, টানা ১৫ বছর রাষ্ট্রক্ষমতার বাইরে থাকা বিএনপির কর্মসূচিও হঠাৎ বেড়ে গেছে।  ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও একের পর এক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। 

এ নিয়ে বিএনপির উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখা গেলেও, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দেন, ভিসানীতির ভয় দেখিয়ে লাভ হবে না। বাংলাদেশে কেমন ভোট হবে সে সিদ্ধান্ত নেবে দেশের মানুষই।

Link copied!