একনায়কতন্ত্রের আড়ালে গণতন্ত্রের নাটক হয়: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৮, ২০২৩, ১১:২৭ পিএম

একনায়কতন্ত্রের আড়ালে গণতন্ত্রের নাটক হয়: ববি হাজ্জাজ

সংগৃহীত ছবি

দেশ এখন একটা হাইব্রিড রেজিমে আছে যেখানে একনায়কতন্ত্রের আড়ালে গণতন্ত্রের নাটক হয় বলে মন্তব্য করেছেন এনডিএমের সভাপতি ববি হাজ্জাজ।

রবিবার (৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এনডিএম পরিচালিত গবেষণাধর্মী সংস্থা গভর্ন্যান্স অ্যান্ড পলিসি রিসার্চ (জিপিআর) আয়োজিত ‌‌‘গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, কাঠামোগত সংস্কার শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, আমরা এখন একটা হাইব্রিড রেজিমে আছি যেখানে একনায়কতন্ত্রের আড়ালে গণতন্ত্রের নাটক হয়। ২০১৮ সালের নির্বাচন ছিল রাষ্ট্রীয় ক্ষমতা দখলের এক মহোৎসব। এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ঐক্যফ্রন্ট প্রার্থীদের ভোটব্যাংক খ্যাত এলাকাগুলোর ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতির আয়োজন করে।

তিনি আরও বলেন,  নির্বাচন নিয়ে আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি কারণ বহির বিশ্বে একটা চাপ দেওয়া শুরু করেছে। বহির বিশ্বে গল্প শুনে চাপ দিবে না। তাদের কাছে প্রমাণ করতে হবে। নির্বাচন কমিশনার থেকে তথ্য আছে , এই নির্বাচন সুস্থ হতে পারে না। স্বচ্ছ হতে পারে না। আমাদের নিরপেক্ষ নির্বাচন হতে যা যা প্রয়োজন তা এনডিএম আমাদের পরামর্শ দিয়েছে। সেই পরামর্শে আমরা সঠিক কাঠামোতে নির্বাচন আনতে পারব।

Link copied!