আগস্ট ২৫, ২০২৫, ১২:৪২ পিএম
ছবি: সংগৃহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরঘাটে তিস্তার নদীর মওলানা ভাসানী সেতুর বিদ্যুতের তার চুরির পর এবার রিফ্লেক্টর লাইটও চুরি হয়েছে।
শনিবার রাতে চুরির ঘটনা ঘটলেও রোববার বিকালে বিষয়টি জানা যায় বলে জানিয়েছেন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশল উজ্জ্বল চৌধুরী। তবে, কয়টি লাইট চুরি হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি।
তিনি বলেন, “রিফ্লেক্টর লাইট চুরির বিষয়টি স্থানীয় থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।”
সুন্দরগঞ্জের হরিপুরঘাটে তিস্তার ওপর বুধবার এ সেতুর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারীকে যুক্ত করা মোট ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৬ মিটার প্রস্থের এ সেতুটির অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওফিড)।
বুধবার চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়ার রাতেই পুরো সেতু এলাকা অন্ধকার হয়ে পড়েছিল।
পরের দিন বৃহস্পতিবার অনুসন্ধানে জানা যায়, সেতুর ল্যামপোস্টের হরিপুর পয়েন্ট থেকে সংযোগ নেওয়া ৩১০ মিটার বৈদ্যুতিক তার দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে।
সেই রেশ কাটতে না কাটতেই এবার চুরি হল সেতুর রিফ্লেক্টর লাইট। সেতুর রেলিংয়ে লাগানো এসব লাইট রাতে চালকদের সেতুর সীমানা চিহ্নিত করে দুর্ঘটনার হাত থেকে বাঁচতে সহযোগিতা করে।
দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার পর এমন চুরির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে এবং স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সেতু এলাকায় নিরাপত্তাহীনতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতিকেই দায়ী করছেন এলাকাবাসী।
সুন্দরগঞ্জের পাঁচপীর এলাকার বাসিন্দা জুয়েল রানা বলেন, “প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই। প্রতিদিন হাজার হাজার লোকজন ও যানবাহন এই সেতু দিয়ে পারাপার হয়। অথচ সন্ধ্যা হলেই অন্ধকারে ঢেকে যাচ্ছে দুই পারের কয়েক কিলোমিটার সংযোগ সড়কসহ পুরো সেতুটি।”
একই এলাকার শামীম মিয়া বলেন, নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এসব চুরির ঘটনা ঘটছে।
এদিকে বুধবার থেকে বিদ্যুৎহীন থাকলেও এখনো পুনরায় বিদ্যুৎসংযোগ দিতে পারেনি সেতু কর্তৃপক্ষ।
এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী বলেন, “এখন পর্যন্ত বৈদ্যুতিক তার সংগ্রহ করা সম্ভব হয়নি। কবে নাগাদ পুনসংযোগ দেওয়া যাবে তাও বলা যাচ্ছে না।”
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, রিফ্লেক্টর লাইট চুরির কথা জানতে পেরেছি। এর আগে তার চুরির ঘটনায় সেতুর সিকিউরিটি ইনচার্জ নূর আলম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় শুক্রবার রাতে মামলা করেছেন।
চোরচক্রকে শনাক্তের চেষ্টা অব্যাহত আছে জানিয়ে তিনি আরও বলেন, সেতু এলাকায় যানজট নিরসন ও সার্বিক নিরাপত্তা জোরদার করতেও পুলিশ দায়িত্ব পালন অব্যাহত রেখেছে। এছাড়া অধিকতর নিরাপত্তার জন্য ওই এলাকায় দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজ চলমান আছে।