মার্চ ৮, ২০২৫, ০৩:৪৯ পিএম
ছবি: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফেসবুক পেজ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে, যেখানে ককপিট ও কেবিন ক্রুসহ সব কর্মী ছিলেন নারী। ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটের বিজি-৩৮৮ ফ্লাইটটি আজ সকাল ১১:২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২০ জন যাত্রী নিয়ে রওনা হয় এবং বিকেল ৩টায় ব্যাংককের সুয়ার্নভূমি বিমানবন্দরে পৌঁছায়।
ফ্লাইটটির নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভা। তাদের সঙ্গে পাঁচজন নারী কেবিন ক্রু এই ফ্লাইটে সেবা প্রদান করেন। এছাড়া, প্যাসেঞ্জার চেক-ইন, পাসপোর্ট চেকিং, বোর্ডিং গেট, প্যাসেঞ্জার ও ব্যাগেজ লোডিং এবং ট্রিম শিট লোডিংসহ প্রতিটি শাখায় নারী কর্মীরা দায়িত্ব পালন করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই উদ্যোগ নারীদের সমতা, ক্ষমতায়ন এবং তাদের প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি একাত্মতা প্রদর্শনের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরও নারী দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি `অল উইমেন ফ্লাইট` পরিচালনা করেছিল, যা ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম রুটে পরিচালিত হয়েছিল।