মানুষ পুড়িয়ে আবার সারা দেশে তাণ্ডব চালাচ্ছে বিএনপি : প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৩, ০১:২৫ পিএম

মানুষ পুড়িয়ে আবার সারা দেশে তাণ্ডব চালাচ্ছে বিএনপি : প্রধানমন্ত্রী

ছবি: বাসস

বিএনপি মানুষ পুড়িয়ে আবার সারা দেশে তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি দেশে আবার আগুন-সন্ত্রাস শুরু করেছে। বিএনপির মতো সন্ত্রাসী-জঙ্গীবাদী সংগঠনের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এজন্য নির্বাচনের কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে পাঁচ জেলার (পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ি) নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ভোট নিয়ে যেন কোনো সংঘাত না হয় সেদিকে নজর রাখতে হবে। নির্বাচনে নৌকা, স্বতন্ত্র ও অন্যান্য দলও আছে, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। নির্বাচন নিয়ে যাতে কেউ কোনো অভিযোগ আনতে না পারে, শান্তিপূর্ণভাবে নির্বাচন করবেন। কোন দল আসল, না আসল তাতে কিচ্ছু যায় আসে না।

যারা নির্বাচনে এসেছে সকলকে ধন্যবাদ জানিয়ে সরকার প্রধান বলেন, যত প্রার্থী আছে সকলেই জনসংযোগ করুক, স্বাধীনভাবে। জনগণকে সুযোগ দেবেন তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দেবে। তাতে গণতন্ত্র আরও বেশি শক্তিশালী হবে।

দলের কেউ সংঘাত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে দলীয় সভাপতি বলেন, আওয়ামী লীগ দেশে সবক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করছে।

আবার ভোটে জিতে সরকারে আসলে প্রতিটি জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগের প্রতীকে ভোট দিন। বিপদে মানুষের একমাত্র বাহন নৌকা। এখনও রাস্তাঘাট যতই করি, বন্যা হলে উদ্ধার করতে নৌকাই ভরসা, সেটাই মাথায় রাখতে হবে।

এ জনসভায় সংশ্লিষ্ট জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকাসমূহের মনোনীত প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

Link copied!