বিএনপি-জামায়াত ও ইউনুস গং ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে: নৌ-প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৪, ২০২৪, ০৪:২৪ পিএম

বিএনপি-জামায়াত ও ইউনুস গং ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে: নৌ-প্রতিমন্ত্রী

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বাংলাদেশের মাধ্যমেই ড. ইউনুস এত কিছু অর্জন করেছে। কিন্তু বাংলাদেশকে সে প্রতিনিধিত্ব করে না। একজন ব্যক্তি এত স্বার্থবাদী ও দেশ বিরোধী হতে পারে এবং বিদেশি পদলেহনকারী হতে পারে, ড. ইউনুস হচ্ছে তার উদাহরণ। যখন এই ধরনের দেশবিরোধী বিষয় নিয়ে গবেষণা করবে আগামী প্রজন্ম তখন ড. ইউনুসের বিষয়টি সামনে আসবে।

বুধবার (২৪ জুলাই) ঘাট ও নৌযান কর্মীদের ত্রাণ ও নগদ অর্থ বিতরণের সময় নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এই কথা বলেন।

তিনি বলেন, “ছাত্রদের দাবি নিয়ে বিএনপি-জামায়াত রাজনীতি করে দেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে। এই দায় বিএনপি এড়াতে পারে না। ছাত্রদের দাবিতে ষড়যন্ত্র করে বিএনপি-জামায়াতের পক্ষ থেকে সরাসরি ইন্ধন দিয়েছে। দেশের আজ এত উন্নয়ন সেগুলোতেই তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে। কেননা এত উন্নয়নই তাদের কষ্ট। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূল হোতাদের উন্মোচন করবে।”

এদিকে ইন্টারনেট ও অন্যান্য ডিজিটাল সেবা ব্যাহত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের মহাখালীতে ডাটা সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের সাধারণ মানুষের কাছে ইন্টারনেট সেবা দেওয়া যায়নি। চট্টগ্রাম বন্দরেও কাস্টমস কর্তৃপক্ষ পণ্য খালাসে সমস্যা হয়েছে। যে কারণে দেশজুড়ে অর্থনীতির বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “স্বল্প দূরত্বের যে নৌযান সেগুলো ছেড়ে যাচ্ছে। তবে যাত্রীদের চাহিদা বাড়লে বরিশাল, ভোলা চালুর চেষ্টা করছি। যেহেতু ঢাকার মধ্যে কারফিউ বেশি সময় নিয়ে দেওয়া হয়েছে, আমরা সার্বিক বিবেচনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নৌ-চলাচল সচলের চেষ্টা করছি।”

উল্লেখ্য, কারফিউ জারির ফলে নৌ-পরিবহন ব্যবস্থাও অচল ছিল। ফলে ঘাট ও নৌ কর্মীরা কর্মহীন হয়ে পড়ে। ফলে তাদের সুবিধার্থে প্রায় ৫০০ নৌ ও ঘাট কর্মীদের ত্রাণ ও নগদ অর্থ প্রদান করে।

Link copied!