নভেম্বর ৬, ২০২৩, ০৫:০৫ পিএম
যে ধ্বংসলীলা সন্ত্রাসী বাহিনী করছে তাদের আসল পরিচয় কী? তাদের আসল পরিচয় আলবদর, আল-শামস, রাজাকার বাহিনীর সাথে তাদের সখ্যতা। যাদের হাতে লেগে আছে ৩০ লক্ষ শহীদের রক্তের দাগ যা এখনও মুছে যায়নি। তাদের দোসর সন্ত্রাসী সংগঠন বিএনপি। যারা এদেশকে পশ্চাৎপদ সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা-১৩ সংসদীয় আসনের শ্যামলীতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর অপশক্তি বলে টেকব্যাক বাংলাদেশ। সুতরাং আমরা পিছনের দিকে যেতে চাই না, আমরা সামনের দিকে ধাবিত হচ্ছি এবং এই সামনের অগ্রযাত্রাই চলমান থাকবে বাংলাদেশে।
পরশ বলেন, তারা সন্ত্রাসী এবং জঙ্গিরূপ প্রকাশ করছে। তারা অভিনয়, ভণ্ডামী ও প্রতারণাও করেছে। শান্তিপূর্ণ সমাবেশের নামে তারা তাদের সন্ত্রাসী রূপ উন্মোচিত করেছে, তাদের প্রতারকের মুখোশ উন্মোচিত করেছে। ঐ বিদেশে বসে রিমোট টিপে আন্দোলনের ডাক দেয় সেই আন্দোলনে জনগণের কোন শরীক নাই। সেই আন্দোলনে শরীক আছে সেই রাজাকার, আলবদর, আল-শামস সন্তানেরা। যারা মুক্তিযুদ্ধতে বিশ্বাসী ছিল যাদের পূর্বপুরুষের, বাংলাদেশের ধ্যান-ধারণা-চেতনাতে বিশ্বাসী তারা কখনো দেশের বিরুদ্ধে যাবে না।
তিনি আরও বলেন, যতদিন বিএনপি-জামাত অবরোধ দিবে, যতদিন নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করবে আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথেই থাকবো।
আমরা বার বার দাবি তুলেছি এই সন্ত্রাসী সংগঠন বিএনপির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আসল পরিচয় জানা জনগণের এবং আজকের প্রজন্মের অধিকার। এই অধিকার আমাদের দিতে হবে।
ঢাকা-১৪ সংসদীয় আসনে গাবতলীতে অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, দেশবিরোধী সন্ত্রাসী সংগঠন বিএনপি-জামাত অবরোধের নামে সন্ত্রাসী কর্মসূচি ঘোষণা করেছে। তারা রাজপথে নেই, মানুষের সাথে নেই। তারা অন্ধকারে থেকেই মানুষের জানমালের ওপর হামলা করছে। দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য যানবাহনে অগ্নিসংযোগ করেছে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোন রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এতে প্রমাণিত হয় যে বিএনপি একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন, একটি জঙ্গি সংগঠন, একটি সন্ত্রাসী সংগঠন।
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে যুবলীগ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের অন্তর্গত সংসদীয় আসন ভিত্তিক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত।